• ঢাকা
  • |
  • শনিবার ২০শে পৌষ ১৪৩১ রাত ০৩:৪১:০৩ (04-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে পৌষ ১৪৩১ রাত ০৩:৪১:০৩ (04-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুলিয়ারচরে পুলিশের সহযোগিতায় ১৫ দিন পর বাড়ি ফিরলো ৬ পরিবার

৩১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০১:১৫

কুলিয়ারচরে পুলিশের সহযোগিতায় ১৫ দিন পর বাড়ি ফিরলো ৬ পরিবার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে ছয়টি পরিবার ১৫ দিন পর পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরেছে। ছয়টি পরিবারের প্রায় ত্রিশজন সদস্য প্রতিপক্ষের হামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলো।

জানা যায়, জমি সংক্রান্ত শত্রুতার জেরে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের শিকার হয় উত্তর সালুয়া গ্রামের মো. মোস্তুফা (৩৭) ও আক্তারের (৬০) পরিবারসহ ছয়টি পরিবারের লোকজন।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি সংক্রান্ত জেরে গত ২২ নভেম্বর তাদের ২টি ঘর ভাঙচুর ও মারধর করে একই গ্রামের প্রভাবশালী গোলাপ, রফিক, ফুল মিয়া, মোবারক ও শানুর নেতৃত্বে বেশ কিছু লোকজন। এ নিয়ে তারা আদালতে মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ১৬ ডিসেম্বর আবার ভাঙচুর, মারধর, লুটপাট ও হামলা করে। প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়।

পনেরো দিন যাবৎ তারা বিভিন্ন স্বজনদের বাড়িতে দিনাতিপাত করতে ছিলো। অবশেষে কুলিয়ারচর থানা পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে ৩০ ডিসেম্বর রাতে বাড়িতে ফেরেন তারা। বাড়িতে ফিরতে পেরে মোস্তফা, আক্তার, ইছমাঈল, জাহানারা, ময়না আক্তার ও রতনসহ ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতাম না। জানার পরেই তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছি।
আমি থানায় থাকতে লোকজন বিচার পাবে না তা হতে পারে না। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নড়াইলে পূজা উদযাপন ফ্রন্টের কর্মী সম্মেলন
৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:১৬


কালীগঞ্জে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:১৩

কক্সবাজারে ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:৩৪




লালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৮:০১