স্টাফ রিপোর্টার, সিলেট: বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে, অন্যান্য বছরের মতো এ বছর বই উৎসব পূর্ণতা পায়নি। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বই ছাপার কাজ বিলম্বিত হওয়ায় এমনটি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বছরের প্রথম দিন সিলেটের বিভিন্ন স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তবে, সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হয়নি।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দিত চেহারা দেখা যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, নতুন বইয়ের ঘ্রাণ তাদের পড়ালেখার প্রতি উৎসাহী করে তুলেছে। তবে সব বই পেলে পড়াশোনায় গতি আসবে।
সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জানান, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পড়ালেখায় আগ্রহী হবে। তিনি জানান, কিছু বই এখনও আসেনি। যেগুলো পাওয়া গেছে, তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইগুলো আসলেই দ্রুত বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available