• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৭:২৭ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৭:২৭ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫০:০৮

নরসিংদীতে হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর ভেলানগরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার শাহ আলম মাধবদীর আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।

লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ছাত্রদলকর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে আসমান্দির চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছুড়েন। আতঙ্কিত এলাকাবাসী ফোন করলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে।

হুমায়ুন রশীদ আরও জানান, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি ৭.৬৫ এম এম পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করে রাতেই পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮





দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২