মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব পদে নতুন দায়িত্ব পেলেন জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুর রহিম রিপন।
৩১ ডিসেম্বর বিকালে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে প্রেরিতপত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য আহ্বায়ক কমিটিতে নতুন করে আরও তিনজন সদস্যকে মনোনীত করে অন্তর্ভুক্তি করা হয়েছে।
তারা হলেন- প্রবীণ বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাশ, জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্র ধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিএনপির সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, জেলা বিএনপি’র নতুন সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সুনীল কুমার দাশ, শ্রীমতি শ্যামলী সূত্র ধর ও মুজিবুর রহমান মজনুকে ওই পত্রের অনুলিপি ও অবগতি করা হয়।
উল্লেখ্য, ৪ নভেম্বর বিএনপির আগের কমিটি বিলুপ্ত করে সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনকে আহবায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available