• ঢাকা
  • |
  • শনিবার ২১শে পৌষ ১৪৩১ সকাল ১১:৫৫:২৯ (04-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে পৌষ ১৪৩১ সকাল ১১:৫৫:২৯ (04-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ছাত্রদলের সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে থাকবে : দুলু

১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৭:২০

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ছাত্রদলের সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে থাকবে : দুলু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ইংরেজি নববর্ষের এই দিনে সুসজ্জিত হয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও দিনব্যাপী সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন লালমনিরহাট জেলা ছাত্রদল। ১ জানুয়ারি বুধবার সকালে লালমনিরহাট জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী সকাল থেকে জেলা বিএনপি কার্যালয়ে সামনে অবস্থান নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীগণ।

অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হামার বাড়ি পার্টি অফিসের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করেন।

এসময় জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি ঐতিহাসিক বছর পেরিয়ে নতুন বছরে পদার্পণ করেছি, এই ঐতিহাসিক বছরটি খুনি জালিম স্বৈরশাসকের পতনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি আরো বলেন, জুলাই-আগস্টের ছাত্রদের আন্দোলনে নিহত শহীদদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্রসমাজ রাজপথে থেকে আন্দোলন করেছে। তাই যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের রাজনীতি থাকবে ততদিন ছাত্রদলের সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ