মেহেরপুর প্রতিনিধি: হাজার হাজার অতিথি পাখির কলধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলা মাইলমারী পদ্মবিল। জেলার হরিরামপুর, পাটাপোকা, রঘুনাথপুর, চাঁদ বিল, কাজলা বিল, বলিয়ারপুর চিড়িগালা মাঠ, জোড়পুকুরিয়া-তেরাইল মাঠ, মটমুড়া মাথাভাঙা নদী ও বৃহত্তর ধলার মাঠসহ বিভিন্ন এলাকার মাঠে এখন চোখে পড়ে অতিথি পাখির।
১ জানুয়ারি বুধবার সরেজমিনে মাইলমারী পদ্ম বিলে গিয়ে অতীতের মতো পানিতে পদ্ম ফুলের দেখা না মিললেও এ মাঠ পরিণত হয়েছে অতিথি পাখিদের মিলনমেলায়। ভেসে বেড়াচ্ছে রাজহাঁস ও পাতিহাঁসের দল। মাঝে মধ্যে দেখা যায় ছোট পাখির আর রোদেলা দুপুরে স্বচ্ছ পানির ঝিকিমিকি, সে এক অন্য রকম অনুভূতি। এর সাথে দেশি-বিদেশি বিভিন্ন পাখির কিচিরমিচির বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও এক ধাপ।
প্রতি বছর শীত শুরুতেই এসব অতিথি পাখির দল এ বিলে আসে। সকাল থেকে সন্ধ্যা অবধি এসব পাখি পদ্ম বিলে থাকলেও রাতে আশ্রয়ের জন্য বিভিন্ন দিকে চলে যায়। ভোর হলেই আবার ফিরে আসে বিলে। সারাদিন এসব পাখি জলরাশির উপরে থাকা কচুরিপানার উপর বসে গোসল, খেলাধুলা ও রোদে শরীর শুকাতে দেখা যায়। কখনও কখনও আকাশে দলবেঁধে উড়তে দেখা যায়। এ এক অন্য রকম অনুভূতি, যা দেখার জন্য মাইলমারীসহ লক্ষীনারায়ণপুর, তেঁতুলবাড়ীয়া, পলাশীপাড়া, হিন্দা, হিজলবাড়ীয়া, মালসাদহ, গাংনী, নওপাড়া, কালিগাংনী, ভাটপাড়া, সাহারবাটী, করমদী, আজান, যুগিন্দা, বারাদী, আমঝুপি এবং বিভিন্ন এলাকার লোকজন এসে থাকেন।
এলাকায় পাখি চেনেন বা জানেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বিলের জলভাগে যেসব পাখি রয়েছে এদের অধিকাংশই সরাল ও বালিহাঁস। এছাড়াও পানকৌড়ি, সাদা বক, কাদাখোঁচা, ডাহুক, শামুকখোল, হটটিটি ও ঘুঘুসহ রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। এসব পাখির দলবদ্ধ বিচরণ মুগ্ধ করে সকলকে।
প্রতি বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে অতিথি তথা এসব পরিযায়ী পাখির আগমন ঘটে। এসময় দেশের প্রায় সব নদ-নদী, হাওর-বাওর, বিল-ঝিল, মোহনা-চরাঞ্চল-দ্বীপ, পুকুর-জলাশয়ে অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠে। শীত প্রধান দেশের তুষারপাত থেকে বাঁচতে খাবার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশের মতো কম শীত প্রধান দেশে অতিথি পাখির আগমন ঘটে।
এদিকে পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য এ সকল অতিথি পাখি শিকার না করতে মেহেরপুর জেলা প্রশাসন থেকে কঠোর নির্দশনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available