কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ১২২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভুঁইয়া।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার কবিতা এবং উপ-সহকারী কৃষি অফিসার মঈনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মী মাসুম পাঠান ও মো. খাইরুল ইসলামও অনুষ্ঠানে অংশ নেন।
উপকরণ হিসেবে কৃষকদের মধ্যে পেঁপে, বাতাবি লেবু, কুল, পেয়ারা ও মালটার চারা, তিন মৌসুমের সবজির ৫৪ প্রকার বীজ, জৈব সার, বীজ সংরক্ষণের পাত্র, পানি দেওয়ার ঝাঝরি এবং বাগানের জন্য নেট বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের এই উদ্যোগের লক্ষ্য হলো অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর ফল ও সবজি উৎপাদনের মাধ্যমে স্থানীয় কৃষকদের পুষ্টি ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available