ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আধারে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে মোহাম্মদ রাব্বি নামের এক যুবককে ৬ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ জানুয়ারি বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
এ সময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর (টপ সয়েল) কর্তন করার অপরাধে মৃত কামরুজ্জামান কামালের পুত্র মো. রাব্বি (৩৩) কে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়।
সরেজমিনে দেখা যায়, জাহানপুর এলাকার আবু আহমদের মালিকানাধীন প্রায় ২০ শতক কৃষি জমি হতে এক্সকেভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এ সময় অপরাধীর নিয়ন্ত্রণাধীন অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তি আদালতে তার স্বীয় অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ড্রাম ট্রাক ৩টি নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available