ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘নেই পাশে কেউ, যার সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য ওয়াকাথন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার গুরুত্ব এবং প্রতিবন্ধী, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভা শেষে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সমাজসেবার মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available