সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বৈদ্যুতিক লাইনের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে অজ্ঞাত এক চোরের মৃত্যু হয়েছে।
২ জানুয়ারি বুধবার গভীর রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া ডিবঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরি করতে এসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের ব্যবসায়ী হাজী ইব্রাহীমের রাইচমিল ও গভীর নলকূপ সংযোগের ট্রান্সফর্মার চুরি করতে এসে চোরচক্র মিলের দরজা বাহিরে থেকে বন্ধ করে দিয়ে রাখে। এরপর হাজী ইব্রাহীম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যাওয়ার সময় দরজা বাহির থেকে বন্ধ বুঝতে পেরে বাড়ির লোকজনকে ডাকাডাকি করতে থাকেন।
বাড়ির লোকজন এসে দরজা খুলে দিলে বাহিরে এসে দেখতে পায় কয়েলবিহিন ট্রান্সফর্মারের কভার ও ব্যবহৃত কিছু যন্ত্রাংশসহ একজনের মৃতদেহ পরে আছে। স্থানীয়দের ধারণা, চোর তড়িঘড়ি করে খুঁটি থেকে নামতে গিয়ে অনেক উঁচু থেকে পরে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে মরদেহ রেখে চোর চক্রের অন্যান্য সদস্যরা দ্রুত ট্রান্সফর্মারের কয়েল নিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিতের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত চোরের পরিচয় এখনো পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available