ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ শুরু হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক সরওয়ার আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়ার উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যুব ও তরুণ সমাজকে মাদক ও অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের ক্রীড়ার উন্নয়নে শহীদ জিয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও ফটিকছড়ির ছাত্র সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিয়া মোশাররফুল আনোয়ার মশুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার, এস এম আবু মনসুর, জালাল উদ্দীন চৌধুরী প্রমুখ।
উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় পাইন্দং ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে কাঞ্চন নগর ইউনিয়ন ফুটবল একাদশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available