ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হীরকসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু।
২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শরৎনগর বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুর মোজাহিদ স্বপন ও উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুমসহ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. লিখন সরকার।
এ সময় বক্তারা বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। বক্তারা আরো বলেন, বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে- এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available