• ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩১ ভোর ০৪:৩৫:৫৮ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩১ ভোর ০৪:৩৫:৫৮ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ বক্তাবলি শ্রমিক দলের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০

নারায়ণগঞ্জ বক্তাবলি শ্রমিক দলের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলি ইউনিয়ন শ্রমিক দলের শাখা অফিস ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মেম্বারের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারায়ণগঞ্জ শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার বলেন, যারা এতদিন ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত করে চলেছে তারা এখন খোলস পাল্টে বিএনপির বদনাম করছে, এমনকি তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বিএনপির অফিস পর্যন্ত নিরাপদ নয়।

তিনি আরো বলেন, বক্তাবলি ইউনিয়নের সাবেক মেম্বার রশিদ এই হামলার সাথে জড়িত বলে তিনি অভিযোগ করেন। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এমনকি তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করে, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা কোর্ট প্রাঙ্গণে একটি বিক্ষোভ-মিছিল নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে শ্রমিক দলের অফিসে হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. শাকিল, খোকন, সাইফুল ইসলাম, মাসুদ শেখ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রৌমারীতে ট্রাক চালককে ৬ মাসের জেল
৪ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৭:০৭




মেহেরপুরে ভৈরব নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:২১