নারায়ণগঞ্জ প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনাকে যে ঝাঁকুনি দিয়েছে সেই ঝাঁকুনিতে সে বাংলাদেশ ছেড়ে তার নির্দিষ্ট স্থান ভারতে পালিয়েছে। তার মন্ত্রী-এমপিরা পালিয়েছে। আমরা দেখেছি নারায়ণগঞ্জে সেই শামীম ওসমান ও সেলিম ওসমান ও তার দোসররা এই বন্দর এলাকায় নিরীহ মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে জায়গা সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে রেখেছিল। এই ফরাজীকান্দার নেতা রাইসুল চেয়ারম্যানের ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল তারা। আমরা বলতে চাই, নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসীদের স্থান নেই।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান। বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাড. সাখাওয়াত বলেন, ৫ আগস্ট এর আগে আপনারা দেখেছেন শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে কীভাবে অস্ত্রের ব্যবহার হয়েছে। তারা রাস্তায় গুলি করে নারায়ণগঞ্জের ৩৫ থেকে ৪০ জন মানুষকে গুলি করে হত্যা করেছে। অথচ সেই শামীম ওসমান ৫ আগস্ট শিশু রিয়া গোপকে গুলি করে হত্যা করেছে। এই সন্ত্রাসীদের বিচার যদি আপনারা চান তাহলে এই বন্দর তথা নারায়ণগঞ্জবাসীকে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হিসাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের দল বিএনপি জনগণের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কথা চিন্তা করে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে কর্মসূচি ঘোষণা করেছেন।
তিনি বলেন, তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে বিস্তার করে নারায়ণগঞ্জে একনায়কতন্ত্র কায়েম করেছিল। নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের কোনো স্থান নাই। সন্ত্রাসীরা নারায়ণগঞ্জে হত্যাগুম খুন করেছে। গডফাদার শামীম ওসমানসহ সকল সন্ত্রাসীদেরকে নারায়গণঞ্জের মাটিতে এনে বিচার করা হবে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available