ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘঠন পাইন্দং ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে নন-প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে গাউছিয়া আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে টুর্নামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতের ফটিকছড়ি থানা শাখার সাবেক আমির নাজিম উদ্দিন সিকদার।
যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্ব ও পাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব রেজাউল করিম ও তানভীর মোস্তফার যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নাসির উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মুহাম্মদ বেলাল উদ্দীন ও জামায়াতে ইসলামী পাইন্দং ইউনিয়ন শাখার সভাপতি মো. এরশাদ উল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, পাইন্দং ফাউন্ডেশনের সভাপতি মো. সালাহ উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর কোম্পানি, সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানুল আমিন, আলহাজ্ব আনোয়ারুল আজিম, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, পাইন্দং ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ সম্পাদক মো. আনোয়ারুল আজিম, জে.বি ব্রিক্সের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, ব্যবসায়ী সেনাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এম কামরুল হাসান ওমর, এইচ এম ইমরান ও ইউপি সদস্য তাজুল ইসলাম।
নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে ফটিকছড়ির বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available