ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী সাগর কুমার পালের স্মরণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রামানিক। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সপ্তম থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি
পাঁচ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ছয় মাসের স্কুলের যাবতীয় খরচ প্রদান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রামানিক বলেন, “এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবে। তারা ভবিষ্যতে শিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাগর কুমার পালের বোন পলি পাল বলেন, “সাগর ছিল একজন মেধাবী ও উদ্যমী ছাত্র। তার স্বপ্ন ছিল সমাজে কিছু ভালো কাজ করে যাওয়া। তার স্মৃতিকে ধরে রাখতে আমরা এই আয়োজন করেছি।”
এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যম, অনুপ্রেরণা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সৌপায়ন'১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available