মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে নাইক্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জোন আওতাধীন নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের অন্তর্গত নাইক্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, নাইক্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ে বসবাসরত মানুষের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available