• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৪৭:২৭ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৮:৪৭:২৭ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিকেলে নিখোঁজ, সকালে আলু ক্ষেতে বৃদ্ধের নিথর দেহ

৩ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০১:৫৮

বিকেলে নিখোঁজ, সকালে আলু ক্ষেতে বৃদ্ধের নিথর দেহ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর আব্দুল মালেক খান ফটু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার করিমপুর গ্রামের কুজাইল দিঘীর বড়কোদাল মাঠের আলু ক্ষেতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আব্দুল মালেক করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিয়ন ছিলেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। করিমপুর চৌমুহনী বাজারে যাওয়ার কথা বলে বের হলেও, তিনি আর ফিরেননি। পরিবারের সদস্যরা সারা রাত তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে গ্রামের মাঠে এক কৃষক আলু ক্ষেতে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান। মৃতদেহের পাশে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেলটি। তবে কীভাবে এবং কেন এই নৃশংস ঘটনা ঘটল, তা এখনো অজানা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিকেলে বাজারে গিয়েছিলেন। এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ তাকে হত্যা করেছে। আমরা এর ন্যায়বিচার চাই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। এ হত্যার পেছনের কারণ উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮