সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি, পাকিস্তানের সাবেক স্পিকার গমির উদ্দিন প্রধানের ছেলে মরহুম শফিউল আলম প্রধানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাগপার কেন্দ্রীয় কমিটিতে নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান ইন্জি মো. এনামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় ৩ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মায় নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে শেখবাড়ি নুরিয়া মোহাম্মাদিয়া জামে মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করে শিবপুর উপজেলা জাগপা।
এ সময় মজলুম জননেতা শফিউল আলম প্রধানের আপোষহীন, সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। আমৃত্যু গণমানুষের অধিকার আদায়ে নিরন্তর লড়াই করা শফিউল আলম প্রধান ও তার সহধর্মিণী অধ্যাপিকা রেহানা প্রধানের জন্যও দোয়া করা হয়। সমাজসেবক ও শিক্ষানুরাগী ইন্জিনিয়ার মো. এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক করায় মরহুম শফিউল আলম প্রধানের স্বপ্নের রাজনৈতিক দর্শন জাগপা’য় নতুন গণজোয়ার তৈরি হবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।
শফিউল আলম প্রধানের দুই সন্তান, বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও রাশেদ প্রধানের নেতৃত্ব বাছাই প্রক্রিয়ারও প্রশংসা করেন তৃণমূল জাগপার নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে নেতাকর্মী ছাড়াও দেশের শান্তি, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া শেষে সকলে প্রীতিভোজে মিলিত হন। আগামী দিনের রাজনীতিতে শিবপুর, তথা নরসিংদী জেলাকে জাগপার দ্বিতীয় দুর্গ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
এসময় ভিডিও বার্তায় ইন্জি মো. এনামুল হক বলেন, চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করি না। মানুষের পাশে থাকতে চাই। জন্মভূমির প্রতি আমার দায়বদ্ধতা থেকে বলছি-সবসময় আপনাদের বিপদে আপদে আমাকে ও আমাদের দলকে পাশে পাবেন। এই দলের সভাপতি তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি রাশেদ প্রধানের মধ্যে যে নতুনধারার রাজনীতি আমি দেখেছি তা বিকশিত হলে দেশ অনেক এগিয়ে যাবে। সেই অগ্রযাত্রায় আপনাদেরও ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন আমরা একটি পরিবার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available