লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আজমের উপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার (৫৫)।
ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এ সময় পূর্বের দ্বন্দ্বের জের ধরে প্রতিবেশী দেদুল মিয়া পাক, তার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে সমন্বয়ক আজম মাথায় ও পায়ে আঘাত পেলে আহত হন।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় সমন্বয়ক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে আজমকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ জঘন্য হামলার প্রতিবাদে বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমন্বয়কের উপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিচার দ্রুত দাবি করেছেন তারা।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আসামি সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার দুই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available