চট্টগ্রাম প্রতিনিধি: হাটহাজারীর এনায়েতপুর মহাযোগী শ্রী শ্রী ব্রজেন্দ্র সাধু বাবাজির ৪৭ তম মহা-প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে ২,৩, ৪ ও ৫ জানুয়ারি বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার চার দিনব্যাপী ধর্মীয় সভা, সংগীতাঞ্জলী, মঙ্গলারতি, ধৃত প্রদীপ প্রজ্বলন, শুভ অধিবাস ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুভ অধিবাস পৌরোহিত্য করেন শ্রী শ্রী মদনগোপাল সেবাশ্রমের অধ্যক্ষ বৈষ্ণব প্রবর শ্রী মুরালী দাস বাবাজি। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী অধর দত্ত। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা শ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলা নন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল প্রসাদ মহাজন। ইউপি সদস্য শফিউল আজম।
শ্রী শ্রী ব্রজধাম আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে এর সভাপতিত্ব বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অধ্যাপক সবুজ কান্তি নাথ, স্বাগত বক্তব্য রাখেন ডা. রনজিৎ কান্তি দাশ, সহ সভাপতি বিজয় কুমার বণিক, সাধন নন্দী, কাজল কান্তি চক্রর্বত্তী, শিক্ষক সন্তোষ মজুমদার, অধ্যাপক সুকুমার বণিক, সৌমিত্র চক্রবর্ত্তী, উজ্জ্বল চক্রবর্ত্তী, সহ সাধারণ সম্পাদক ডা. সুভাষ চন্দ্র নাথ, কবিরাজ প্রিয়তোষ শীল, অর্থ সম্পাদক টিটু বণিক, সহ অর্থ সম্পাদক আশিস চৌধুরি, সাংগঠনিক সম্পাদক বিধান বণিক , সহ সাংগঠনিক সম্পাদক সুজন বণিক, উজ্জ্বল কুমার দে, হিসাব নিরীক্ষণ সম্পাদক সুমিত্র সেন, সাংস্কৃতিক সম্পাদক হরিতোষ বণিক, ধর্মীয় সম্পাদক সুভাষ বণিক, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অর্পণ কুমার শীল, খোকন চন্দ্র দাশ, সজল কুমার দাশ, রাসেল ধর, ক্ষুদিরাম দাশ প্রমুখ।
মহতী ষোড়শ প্রহর মহোৎসব অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্তবৃন্দ সমবেত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available