রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে গত ২৪ এপ্রিল সংগঠিত হওয়া চাঞ্চল্যকর জোড়া খুনের স্বীকার আওয়ামী লীগ নেতা আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে সোমবার রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগাইরহাট ঈদগাহ ময়দানে সকাল ১০ টায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয়রা।
উপজেলার শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত (জোড়া খুন) খুনের আলোচিত হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে হস্তান্তরের দাবি জানিয়েছেন শোকসভায় উপস্থিত নেতৃবৃন্দ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক মৃধার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মো. নূর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদর ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দ্র শেখর হালদর , তারেক শাহীন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী হাওলাদার, শাহজাহান খান, যুবলীগ নেতা আ: সবুর হাওলাদার, নাসির উদ্দিন মৃধা, ইউপি সদস্য নূরে আলম মল্লিক, মামলার বাদী নিহত আওয়ামী লীগ নেতা আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন ও নিহত বেলায়েত হোসেনের স্ত্রী শিউলি বেগম।
চাচা-ভাতিজার স্মরণে শোকসভা সভার আলোচনা শেষে হত্যাকান্ডের শিকার হওয়া দুই জনের রুহের মাগফেরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available