• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ দুপুর ০২:৩২:০১ (06-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ দুপুর ০২:৩২:০১ (06-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বান্দরবানে মামলা দি‌য়ে মস‌জিদ-মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

৪ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৫:০৮

বান্দরবানে মামলা দি‌য়ে মস‌জিদ-মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবা‌নের লামার আজিজ নগ‌রের চিউনি পাড়া জা‌মে মস‌জিদ ও হা‌বিবিয়া ফোরকা‌নিয়া মাদ্রাসার জ‌মি দখ‌ল করার উদ্দে‌শ্যে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ‌নেতা মু‌ক্তি‌যোদ্ধা আবদুর রউফ তাঁতী ও আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিনের বিরু‌দ্ধে সা‌বেক ইউপি চেয়ারম‌্যান আলহাজ্জ্ব না‌জেমুল ইসলাম চৌধুরী এবং মাদ্রাসার মোহতা‌মিম ও মস‌জি‌দের খ‌তিব মাওলানা জিয়াউল হকসহ ৫ জনের বি‌রো‌দ্ধে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নির প্রতিবা‌দে মানববন্ধন ক‌রে‌ছে আজিজ নগ‌রের চিউনি পাড়াবাসী।

৪ জানুয়ারি শনিবার সকালে আজিজ নগ‌রের ক‌্যাম্প বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, চিউনি পাড়া জা‌মে মস‌জিদ ও হা‌বিবিয়া ফোরকা‌নিয়া মাদ্রাসার না‌মে প্রায় ২০ একর জ‌মি থাক‌লেও আওয়ামী লীগ সরকা‌রের আম‌লে প্রভাব দে‌খি‌য়ে মু‌ক্তি‌যোদ্ধা পরিচ‌য়ে আবদুর রউফ তাঁতী ও  আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন ৮ এক‌রেরও বে‌শি জায়গা দখ‌লে নি‌য়ে‌ছে। প্রতিবাদ করায় সা‌বেক ইউপি চেয়ারম‌্যান আলহাজ্জ্ব না‌জেমুল ইসলাম চৌধুরী এবং মাদ্রাসার মোহতা‌মিম ও মস‌জি‌দের খ‌তিব জিয়াউল হকসহ ৫ জনের বি‌রুদ্ধে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নির করেছে।

তারা ব‌লেন, বর্তমা‌ন সরকা‌রের আম‌লেও তা‌দের দাপট কম‌ছে না। উল্টো তারা প্রতি‌নিয়ত বি‌ভিন্ন ধর‌নের হুম‌কি ধম‌কি দি‌য়ে যা‌চ্ছে। শুধু মস‌জি‌দের জায়গাই নয়, তারা একসময়কার সরকারি প‌রিত‌্যাক্ত স্কুল ঘরও দখল ক‌রেছে। বর্তমা‌নে সেই স্কুল ঘ‌রেই স্বপ‌রিবা‌রে বসবাস কর‌ছে। মু‌ক্তি‌যোদ্ধা আবদুর রউফ তাঁতী নি‌জে‌কে মু‌ক্তি‌যোদ্ধা প‌রিচয় দি‌লেও তার নাম কোনো গে‌জে‌টে পাওয়া যায়‌নি।

এ সময় তারা প্রশাস‌নের কা‌ছে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নি ও মাদ্রাসা-মস‌জি‌দের জায়গা দখ‌লের বিরু‌দ্ধে তদন্ত পূর্বক ব‌্যবস্থা নেয়ার দা‌বি জানান।

মানববন্ধ‌নে মস‌জিদ ক‌মি‌টির সভাপ‌তি ‌সি‌দ্দিকুর রহমান, মাদ্রাসার সভাপ‌তি মাস্টার নুরুল ইসলাম, মাদ্রাসার মোহতা‌মিম ও মস‌জি‌দের খ‌তিব মাওলানা জিয়াউল হকসহ চিউনি পাড়া এলাকার ক‌য়েক শতা‌ধিক ব‌্যক্তি ও সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বরিশালে নগর বিএনপির লিফলেট বিতরণ
৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৬:২৪