মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে রাত্রিকালীন বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধে অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন ও র্যাব ১০ এর ১টি টহল টিম। অভিযানের শুরুতে হাইওয়ে পুলিশের ৮টি গাড়ি, মুন্সিগঞ্জ জেলা পুলিশের ৩টি টহল গাড়ি ও র্যাব ১০ এর ১টি টহল গাড়ি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ করে।
প্রদক্ষিণ শেষে ধলেশ্বরী টোল প্লাজায় বাস, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন চেক করা হয়। ফিটনেস ও লাইসেন্সবিহীন এবং বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে ৫০ এর অধিক মামলা প্রদান করা হয়েছে।
৪টি বাস ও ১টি মোটরসাইকেলের কোন প্রকার কাগজপত্র না থাকার কারণে জব্দ করা হয়। বাসের যাত্রীদের অন্য বাসে ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এতে যাত্রী সাধারণ সাময়িক অসুবিধার সম্মুখীন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানায় ওসি মো. আব্দুল কাদের জিলানী। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available