মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে গলা কেটে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
৪ জানুয়ারি শনিবার দুপুরে অভিযুক্ত দুই যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন,পৌর যুবদলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম (বিপ্লব) ও বাশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আউয়ালের ছেলে ১নং ওয়ার্ড যুবদলের সদস্য মফিকুল ইসলামকে সকল স্তরের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতররা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available