মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।
৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কা.উ. ডিগ্রি মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান করা হয়।
প্রতি বছরের মতো এবারেও প্রবাসীদের মজুমদার ফাউন্ডেশন ইনকের সহযোগী সংগঠন মজুমদার ফাউন্ডেশন মতলবের ২২টি হাই স্কুল, ১২টি মাদ্রাসা ও ৩টি কলেজের ২ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়াও কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের উৎসাহীত করতে নগদ অর্থ প্রদান করা হয়।
মজুমদার ফাউন্ডেশন ও বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন মজুমদার।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার, নারায়নপুর ডিগ্রি কলেজের প্রভাষক আরিফ বিল্লাহ, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এএসএম ইউসুফ। অনুষ্ঠানে এ সংগঠনের যারা মারা গেছেন, যারা অসুস্থ আছেন এবং সংগঠনের যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড। তবে সেই শিক্ষা গতানুগতিক শিক্ষা হলে চলবে না, সেই শিক্ষা হতে হবে মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। কেননা, প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে এখন আর মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। তাই, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মতলবের এ মজুমদার ফাউন্ডেশন উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ব্যাপক পরিসরে যেই আর্থিক সহযোগিতা করলো তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এ মজুমদার ফাউন্ডেশনের মতো সমাজের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এভাবে সহযোগিতা করতো তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি অসংখ্য দরিদ্র পরিবারের উপকার হতো। মজুমজার ফাউন্ডেশন তাদের সামাজিক অন্যান্য কাজে সহযোগিতার পাশাপাশি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে বলে আমরা আশা রাখছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available