হিলি প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে অসহায় আদিবাসী কৃষকের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
২ মে মঙ্গলাবার সকালে ১০ টায় উপজেলার খাট্রামাধদপাড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ঘাসুরিয়া এলাকায় হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেনের নেতৃত্বে সকল নেতাকর্মীরা স্থানীয় আদিবাসী অরুণ তির্গার জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।
অসহায় কৃষকের ধান কাটা ও মাড়াই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার,সাধারণ সম্পাদক অনিক সরকার,কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ আহম্মেদ, খট্রামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শান্ত, সম্পাদক মিনহাজুল, আলিহাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম মীম, ছাত্রনেতা মারুফ, মুহিত, শাকিল, রিয়াদ, সাব্বির, সোহাগ, মোস্তাকিম, জুলহাস, উজ্জ্বল, মাসুমসহ প্রমুখ।
হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল বলেন, মোবাইলের মাধ্যমে খবর পাই ঘাসুরিয়া এলাকার এক আদিবাসি কৃষক অর্থর অভাবে ধান কাটতে পারছে না।এমন খবর পেয়ে আমরা ধান কাটার উদ্যোগ নেই।পারর্তীতে ওই কৃষকের ধান কেটে এবং ঢোলাই করে বাড়িতে পৌছে দেয়া হয়েছে। শেখ হাসিনার নিদের্শে এবং কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এই ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available