মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে ঘন কুয়াশায় যাত্রীবাহী ২০টি লঞ্চসহ বিভিন্ন নৌযান প্রায় ৮ ঘণ্টা আটকা ছিলো।
৫ জানুয়ারি রোববার রাত ৩টা থেকে মুন্সীগঞ্জ সদরের চরকিশোরগঞ্জ, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও গজারিয়া উপজেলার লঞ্চঘাটসহ ধলেশ্বরী ও মেঘনা তীরে বিভিন্ন স্থানে এসব নৌযান নোঙ্গর করে রাখা হয়।
এতে নারী শিশু বৃদ্ধসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। এ সময় কেরানীগঞ্জ থেকে চাঁদপুরগামী কয়েকশত গবাদিপশু নিয় বেশকটি ট্রলার ধলেশ্বরী নদীর তীরবর্তী নয়াগাঁও এলাকায় আটকা পড়ে।
সকাল সাড়ে ১১টা থেকে নদীর কুয়াশা কেটে গেলে ধীরে ধীরে যার যার গন্তব্যে নৌযানগুলো পুনরায় যাত্রা শুরু করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available