কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাময়িক অব্যাহতি প্রাপ্ত প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বনিকের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
৫ জানুয়ারি রোববার দুপুরে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, লুৎফুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে ফইজুন নাহার, ডালিয়াসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, সাময়িক অব্যাহতি প্রাপ্ত প্রধান শিক্ষক মন্ত্রণালয়কে মেনেজ করে আবারও বিদ্যালয়ে ফিরে আসার চেষ্টা করছে। যা কোনো অবস্থাতে মেনে নেয়া হবে না। তাকে পুনর্বহাল করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন থেকে শ্লোগান দেয় বিপদ স্যারের ঘটলে আগমন, স্কুলে হবে বিস্ফোরণ দুর্নীতিবাজের ঠিকানা শিক্ষাঙ্গনে হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available