• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১০:১৪:৫৭ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১০:১৪:৫৭ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় জোড়া খুনের আসামি গ্রেফতার

৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০৮:৪৭

রায়পুরায় জোড়া খুনের আসামি গ্রেফতার

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জোড়া খুনের অভিযোগে হারুন-অর-রশিদ (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। তিনি রায়পুরা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

৫ জানুয়ারি রোববার সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ইউপি সদস্য মানিক মিয়া ও তার ভাগনি কল্পনা বেগমকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর নিহতদের পরিবার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার বাছেদ মিয়া এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদকে প্রধান আসামি করে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় শতাধিক ব্যক্তিকে রায়পুরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে পুলিশের চোখ ফাঁকি দিতে আসামিরা আত্মগোপনে চলে যায়।

জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক শফিউল্লাহ সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পরার আশারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শফিউল্লাহ সিকদার বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার আশারামপুর এলাকা থেকে দুটি হত্যা মামলার অন্যতম আসামি হারুন-অর-রশিদকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরও জানান, বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত বিষয় গোপন রাখার হাজারও সুবিধা
৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫৪:৩৪