• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১০:২৭:০১ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ১০:২৭:০১ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোতাওয়াল্লীর বিরুদ্ধে মসজিদের জমি দখল ও দানবাক্সের টাকা নেওয়ার অভিযোগ

৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৭:৪৩

মোতাওয়াল্লীর বিরুদ্ধে মসজিদের জমি দখল ও দানবাক্সের টাকা নেওয়ার অভিযোগ

রংপুর ব্যুরো: রংপুর নগরীর ছোটকল্যাণী তালতলা মসজিদের মোতাওয়াল্লী নুর হোসেনের বিরুদ্ধে মসজিদের নামে ওয়াক্বফ করা জমি দখল ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোতয়াল্লীর অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

৫ জানুয়ারি রোববার দুপুরে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, মসজিদের নামে ওয়াকফ করা জমি দীর্ঘ দিন থেকে ভোগ দখল করে আসছেন এই মোতয়াল্লী। সে প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করে বেড়ান।

বিক্ষোভকারীরা আরও বলেন, মসজিদের সম্পত্তি থেকে এহেন কর্মের কেউ প্রতিবাদ করলে তিনি ও তার ছেলে মিলে তাকে মারধর করেন। এছাড়া তার বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার হওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবিও জানান তারা।

স্থানীয়রা জানান, তালতলা মসজিদের নামে ১৯৩৬ সালে ১০৮ শতক জমি উইল করে দেন বর্তমান মোতয়াল্লী নূর হোসেনের দাদা আব্দুল হাকিম। এ জমিতে কবরস্থান, পুকুর ও বাজারের ১৪টি দোকান আছে। কিন্তু নূর হোসেনের দান করা মসজিদের সম্পত্তি নিজের পৈতৃক বলে দাবি করে দখল করে রেখেছেন।

এছাড়া, মসজিদের জমিতে থাকা ১৪টি দোকান থেকে উত্তোলন করা ভাড়ার টাকা ও মসজিদে দানের টাকা আত্মসাৎ করেন তিনি। মুসল্লিরা মসজিদের আয়-ব্যয়ের  হিসাব চাইলে কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে তারা আরেকটি মসজিদ নির্মাণ করেন।

স্থানীয়রা আরও জানান, মসজিদের জমিতে কবরস্থানকে নিজের বলে দাবি করেন। শুক্রবার দুই পক্ষ জমির দলিল নিয়ে বসেন। এ সময় দুইজন আইনজীবী কাগজ যাচাই বাছাই করে এ জমিগুলোকে মসজিদের বলে ঘোষণা দিলে সেখানেই নূর হোসেন ও তার ছেলে লুৎফর রহমান কয়েকজন মুসল্লিকে মারধর করেন। সেদিন রাতেই তার বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেন মহানগর মাহিগঞ্জ থানার পুলিশ।

আফজাল হোসেন নামের স্থানীয় একজন জানান, দুই পক্ষের দলিল যাচাই বাছাই করে দুজন সিনিয়র আইনজীবী এ জমি মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে বলে মত দেন। কিন্ত তারা এ রায় মেনে না নিয়ে গন্ডগোল শুরু করেন। তিনি দীর্ঘ দিন থেকে মসজিদের জমি দখল করে রেখেছেন এবং মসজিদের দানের টাকা আত্মসাৎ করছেন।

মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমান বলেন, নূর হোসেনের দাদা মসজিদের নামে জমি দান করলেও তিনি তা দখলে রেখেছেন। মসজিদের এ জামি সে কোন ভাবেই ছোড়তে রাজি না, বরং নিজের বলে দখল করে আছে। এছাড়া মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছেন তিনি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত বিষয় গোপন রাখার হাজারও সুবিধা
৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫৪:৩৪