• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৩৯:৪৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৩৯:৪৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ২৪৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪০:০৫

সিলেটে ২৪৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে চোরাই পথে আনা ২৪৫ বস্তা ভারতীয় চিনির একটি চালান জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাক চালক আব্দুল আমিন কালা (৪০) কে আটক করা হয়।

৪ জানুয়ারি শনিবার রাতে শাহপরাণ (রহ.) থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি জব্দ করা হয়। আটক আব্দুল আমিন কালা গোয়াইনঘাট থানার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

৫ জানুয়ারি রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশী করে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। বস্তাগুলোর গায়ে লেখা ছিল “হুয়াইট ক্রিস্টাল সুগার, ইন্ডিয়া’। প্রতি বস্তায় ৪৯ কেজি হিসেবে সেখানে ছিল ১২ হাজার ৫ কেজি চিনি। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। চোরাচালানে ব্যবহৃত হলুদ রঙের হাইড্রোলিক ড্রাম ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। তাছাড়া উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক চালককে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮





দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২