বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জেরে ডাকাত সেজে এক শিক্ষকের ঘরে হানা দিয়ে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। ৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম মদপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ওই রাতেই এসআই মো. শাহীনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল থানা পুলিশ। ভূক্তভোগী কলেজ শিক্ষকের নাম মো. ওবায়দুল কবির (৩১)। বরিশাল জেলার ঝালকাঠি এলাকায় একটি কলেজে শিক্ষকতা করেন তিনি।
শিক্ষক ওবায়দুল কবির জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মাস খানেক আগে একই বাড়ির প্রতিপক্ষের আ. লতিফ হাওলাদারের ছেলে ওয়াহিদুল (২৮) মোবাইল ফোনে হত্যার হুমকি দেয় তাকে। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ৬৬৩, তারিখ- ১০/১২/২০২৪ ইং) করেছেন তিনি। সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এলে তাকে হত্যার উদ্দেশে রাতের আধারে ডাকাত সেজে প্রতিপক্ষের ১০-১২ জন ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র নিয়ে লুটপাট চালায়।
তিনি আরও জানান, কৌশলে নিজেকে তিনি বাঁচাতে পারলেও দুর্বৃত্তরা এ সময় আলমিরা ভেঙে নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা ও প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। দুর্র্বৃত্তরা চলে যাওয়ার সময় পেছনে ধাওয়া করে দৃর্বৃত্তের অস্ত্রের আঘাত থেকে নিজেকে বাঁচতে গিয়ে হাটুতে গুরুতর আঘাত প্রাপ্ত হয় আব্দুর রহিম নামে এক যুবক।
এক পর্যায়ে ডাক চিৎকারে লোকজন টের পেয়ে গেলে দ্রুত মোটর সাইকেল যোগে সটকে পরে দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তদের মধ্যে প্রতিপক্ষের ওয়াহিদুলকে লাইটের আলোতে চিনে ফেলে ঘরের লোকজন। ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ ওয়াহিদুলের বাবা আ. লতিফ হাওলাদারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন শিক্ষক ওবায়দুল।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বাউফল থানার এসআই মো. শাহীন বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশিষ্টতা না থাকায় ওয়াহিদুলের বাবা আ. লতিফকে ছেড়ে দেয়া হয়েছে। এসআই বলেন, অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available