লংগদু (রাংগামাটি) প্রতিনিধি: রাংগামাটি জেলার লংগদুতে বর্ণাঢ্য আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৫ জানুয়ারি রোববার জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দুপুর ১২টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল লংগদু উপজেলা শাখার আহ্বায়ক রায়হানুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব তানজির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাংগামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাছির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও ৭টি ইউনিয়ন থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বর্ণাঢ্য র্যালী ও মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হয়। সভা শেষে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available