• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৫১:৩১ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৫১:৩১ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বর্গাচাষীদের ৫৭ শতাংশ আলু গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:০১

বর্গাচাষীদের ৫৭ শতাংশ আলু গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটের কালাইয়ের নয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭ শতাংশ জমির আলু গাছ রাতের অন্ধকারে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ওই জমির বর্গাচাষী তানজির ও ঠান্ডা মিয়া।

৪ জানুয়ারি শনিবার নয়াপাড়া মাঠে গিয়ে দেখা যায়, পুরো জমির আলু গাছ উপড়ে ফেলা হয়েছে। গাছগুলো মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কে বা কারা রাতের আধারে এমন কাজ করেছে? এতে বর্গাচাষীদের মাথায় হাত। জমির মালিক ও চাষীরা বিষয়টিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন, যা তাদের জীবনে আরও অশান্তি ডেকে এনেছে।

বর্গাচাষী তানজির ও ঠান্ডা মিয়া বলেন, তারা জমির মালিক জালাল উদ্দিন ও হাসকর আলীর কাছ থেকে এক বছরের জন্য জমিটি বর্গা নিয়ে লাল জাতের দেশি পাকড়ি আলু রোপণ করে যত্নসহকারে ফসল বড় করছিলেন। কয়েকদিনের মধ্যেই নিরানির পরিকল্পনা ছিল। কিন্তু নুর আলম ও তার লোকজন রাতে গাছগুলো উপড়ে ফেলেছে বলে অভিযোগ তাদের।

জমির মালিক জালাল উদ্দিন ও হাসকর আলী জানান, ৩০ বছর আগে তারা আশরাফ আলী চৌধুরীর কাছ থেকে জমিটি কিনে নেন এবং সেই থেকে জমিটি ভোগদখল করছেন। জমির সঠিক দলিলপত্র থাকা সত্ত্বেও বৈরাগী গ্রামের নুর আলম জমিটি নিজের দাবি করছেন এবং গত বছরও আমন ধান গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছিল।

জালাল উদ্দিন বলেন, জমির বৈধ মালিক আমরা। আদালত যে রায় দেবে তা মেনে নেব। কিন্তু ফসল নষ্ট করে কেন আমাদের ও বর্গাচাষীদের ক্ষতি করা হচ্ছে? এটা আমাদের জীবনে চরম দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। এমন ঘটনায় চাষীরা ভীতসন্ত্রস্ত। এভাবে চলতে থাকলে আমাদের আত্মহত্যা করতে হবে।

তানজির ও ঠান্ডা মিয়া বলেন, জমি নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু আমাদের ফসল কেন নষ্ট করা হলো? এতে আমাদের পরিবারে খাদ্য ও আর্থিক সংকট দেখা দেবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ নিয়ে আদালতেও মামলা চলছে। তা সত্বেও তারা আমাদের এমন ক্ষতি করতে পারে কি করে? 

অভিযুক্ত নুর আলম জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমি আদালতের রায়কে সম্মান করি। কোনো ফসল নষ্ট করিনি। এটি একটি অপপ্রচার হতে পারে। আমার বিরোদ্ধে এটি একটি গভীর ষড়যন্ত্র বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

উদয়পুর ইউনিয়নের ইউপি সদস্য নুরনবী সরকার বলেন, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু কারো ফসল নষ্ট করার অধিকার নেই। এটি অনৈতিক এবং অমানবিক। এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ