নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: সরকারি সহায়তায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৩৯৮৪টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ৫ জানুয়ারি রোববার বিকালে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরৎপুর এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ করেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার মো. রেদুয়ানুল হালিম।
এ সময় উপজেলা নিবার্হী অফিসারের সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান, একই দপ্তরের অফিস সহকারী জহুরুল ইসলাম, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মহেশ হেমব্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইউএনও মো. রেদুয়ানুল হালিম বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লায় অসহায় মানুষের মাঝে, মাদ্রাসার এতিম শিশু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে উষ্ণতা ছড়াতে পাশে থেকে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছে নলডাঙ্গা উপজেলা প্রশাসন। এ সময় সকলকে এই শীতে পাশে দাড়ানোর জন্য আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক সংগঠন, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও গুণীজনদের মাধ্যমে এলাকায় এলাকায় গরীব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এই তীব্র শীতে এসব কম্বল অসহায় মানুষদের মাঝে একটু হলেও উষ্ণতা ছড়াবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available