মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরোনো ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। ৪ জানুয়ারি শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার মৃত সাদেক আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে গতকাল শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুরোনো ছবি পোস্ট দেন। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেফতার করেছে।
তবে, এই অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ২৪ আগস্ট থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available