নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে দিনে রাতে চলছে অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা। ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করা হচ্ছে ইট ভাটায়।
উপজেলার রায়কোট উত্তর-দক্ষিণ, মক্রবপুর, হেসাখাল, জোড্ডা পূর্ব-পশ্চিম, মৌকরা, আদ্রা ইউনিয়নসহ উপজেলার অসংখ্য স্থানে চলছে মাটি কাটার প্রতিযোগিতা। এসব এলাকার আবাদী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ফলে একদিনে ফসলি জমি হারাচ্ছে উর্বরতা, অন্যদিকে এসব মাটি বহনের কাজে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে গ্রামীণ রাস্তা বেহাল হয়ে পড়েছে।
এ বিষয়ে কৃষকরা বলছেন, এভাবে ফসলি জমিনের মাটি কেটে নিলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, অবৈধভাবে মাটি কাটার অপরাধে এ পর্যন্ত দেড় লক্ষ টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available