গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিজয় টেলিভিশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. আহসান উদ্দিন জিকো।
৫ জানুয়ারি রোববার সংগঠনটির উপদেষ্টা ও সকল সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে ১ জানুয়ারি সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে এক বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা মণ্ডলীরা হলেন- মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ (অবঃ) গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ, উপদেষ্টা মো. সোহরাব আলী হাওলাদার, অধ্যাপক (অবঃ) গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ ও মো. সোহাগ রহমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি।
কমিটিতে রয়েছেন- সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. ইমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টি ওয়ান টিভির স্টাফ রিপোর্টার পলাশ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টি ওয়ান টিভির জেলা দক্ষিণ প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার, কোষাধ্যক্ষ চ্যানেল এস টিভির উপজেলা প্রতিনিধি মো. উজ্জল মিয়া, দপ্তর সম্পাদক জাগরনী টিভির জেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম চয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজধানী টিভির স্টাফ রিপোর্টার শপথ দাস, ধর্ম বিষয়ক সম্পাদক রাজধানী টিভির উপজেলা প্রতিনিধি মো. সুমন খাঁন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাই টিভির উপজেলা প্রতিনিধি মো. সাইদ হাসান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি সায়েম আহম্মেদ সোহেল, একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি মো. সাকিব হাসান, অটল চন্দ্র পাল ফালগুনী টিভির উপজেলা প্রতিনিধি, এস টিভি বাংলার উপজেলা প্রতিনিধি গোলাম মাহামুদ (স্বপন), এস টিভির জেলা প্রতিনিধি বাংলা মিঠুন পাল ও জি টিভির পায়রা প্রতিনিধি রিপন বিশ্বাস।
প্রসঙ্গত, ‘সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর’ এই স্লোগান নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম, গলাচিপা। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করছে সংগঠনটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available