খুলনা ব্যুরো: খুলনায় নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষ্যে উন্নয়নের জন্য মেরিটাইম ডোমেনে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা সমুদ্র সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি দুপুরে খুলনাস্থ নৌবাহিনী ঘাটি বানৌজা তিতুমীরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে খুলনা শিপইয়ার্ডের জিএম ক্যাপ্টেন মো. জুলহাস উদ্দিন আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষ এর হারবার মাস্টার, ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, অধিনায়ক বিসিজিএস মনসুর আলী, কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান, অধিনায়ক বানৌজা নিশান উপস্থিত ছিলেন।
এছাড়া বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং মৎস্য অধিদপ্তর, খুলনা এর সিনিয়র সহকারী পরিচালক, মো. মনিরুল মামুন আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন। এ সেমিনারে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্টসহ খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষ জ্ঞরা ব্লু-ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। কমান্ডার খুলনা নৌ অঞ্চল তাঁর উদ্বোধনী বক্তব্যে ব্লু-ইকোনমিসহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একসাথে কাজ করার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available