• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০১:৩২:১০ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০১:৩২:১০ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চর রাজিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন

৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:২৭:৩৫

চর রাজিবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন

চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সাখোয়াত হোসেন প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন। ৫ জানুয়ারি রোববার দুপুর ২টায় মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

অধ্যক্ষ সাখোয়াত হোসেন বলেন, রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানকে জড়িয়ে আমার সাথে টাকা লেনদেনের যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে কোনো দুষ্কৃতি মহল এ ধরনের সংবাদ করিয়ে থাকতে পারে। আমি এ মিথ্যা কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, চর রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান সৎজন ও নীতিবান মানুষ। তিনি মানুষের বিপদ আপদে সহযোগিতা করে থাকেন। তিনি আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির কোনো সদস্য বা পদে নেই। তাই তার সাথে মাদ্রাসার আর্থিক বিষয় নিয়েও কোনো প্রকার লেনদেন করার প্রশ্নই ওঠে না।

এ সময় তিনি বলেন, অত্র মাদ্রাসার সভাপতি ছিলেন রাজিবপুর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর মাদ্রাসার আলিম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করেন তিনি। বই উৎসবের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো ও অতিথি করায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষিপ্ত হন। আমার ভুল বুঝতে পেরে পরে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি। দীর্ঘদিন অসুস্থ থাকায় বিধি মোতাবেক ছুটি নিয়ে আমি চিকিৎসা নিতে থাকি। চিকিৎসা শেষে আল্লাহর রহমতে আবারও সুস্থ হয়ে ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিস্টদের পরামর্শ না নেওয়া ও সম্পর্ক না রাখা শর্তে আমি আমার নিয়মিত কাজে মাদ্রাসায় যোগদান করি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে স্বৈরাচার আওয়ামী সরকারের কোনো ব্যক্তি বা দালালদের সাথে আমার কোনো প্রকার সম্পৃক্ততা থাকবে না। আমি মাদ্রাসার সকল কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
৭ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১১:৩৭

সাঘাটায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:০৫





সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৩৫