মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা ও দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ষাটনল ইউনিয়নের চর চারানি গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসান সর্দার চর চারানি গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে।
৫ জানুয়ারি রোববার দুপুরে আহত হাসান সরদারের নানা সমির আলী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর বিকেলের দিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব উত্তরের মেঘনা নদীর ষাটনল, লালপুর ও কালীপুর এলাকায় দীর্ঘদিন যাবত একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ষাটনল, লালপুর ও কালীপুর গ্রামের লোকজন মিলে বালু উত্তোলনে বাধা দিলে বালু উত্তোলনকারীরা তাদের গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়।
রোববার সকালে উপজেলার ষাটনল ইউনিয়নের কনু মার্কেটে বড় ষাটনল গ্রামের শফিক তাঁতির ছেলে ফেরদৌস ইসলাম সোহেল তাতী, হাবি তাঁতির ছেলে রনি তাতী, জাহাঙ্গির আলম প্রধানের ছেলে নাদিম, কালাই তাঁতির ছেলে রবু তাতী, লাল মিয়া তাঁতির ছেলে শরীফ তাতী, রফিক তাঁতির ছেলে রানা তাতী, রহমত উল্লাহর ছেলে রাতুল, জামাল হোসেনের ছেলে সাব্বির, আবুল খালেকের ছেলে হৃদয়, ফারুক তাঁতির ছেলে সিয়ামসহ আরও ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হাসান সরদারের উপর হামলা করে। হামলায় হাসানের শরীরের বিভিন্ন অংশ জখম হয় এবং তার দোকানে থাকা ২ লক্ষ ৮ হাজার টাকা নিয়ে যায় ও বিভিন্ন মালামাল ভাংচুরসহ ৩ লক্ষ টাকার ক্ষতি করে।
অভিযুক্ত ফেরদৌস আলম সোহেল এক প্রশ্নের জবাবে বলেন, বালু নিয়ে নয়, পারিবারিক বিষয় নিয়ে মারামারি হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করেছে। গতকাল আমার লোকজনদের উপর তারা হামলা করেছেন। এ বিষয়ে একটি অভিযোগও হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পরে বিকেলের দিকে আহত হাসানের পক্ষে এলাকাবাসী হামলাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available