রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘মাদক ছেড়ে খেলা ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে রাউজানে সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
৫ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ায় সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিবাহিত ও অবিবাহিত দুটি দলে বিভক্ত হয়ে এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। এ খেলায় অবিবাহিত দল টাইব্রেকারে বিবাহিত দলকে পরাজিত করে শিরোপা অর্জন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগোয়ান ইউনিয়নের সংগঠক আরাফাত মামুন, সমাজ সেবক রাজা মিঞা, মামুনুর রশীদ, মোহাম্মদ ফরিদ আবদুর করিম, আনোয়ার হোসেন বাদশা, সাজ্জাদ হোসেন, প্রবাসী আনোয়ার হোসেন বালি ও শওকত আলীসহ আরও অনেকে।
খেলা পরিচালনা করেন জালাল উদ্দিন রুমি, সহকারী হিসেবে ছিলেন হারিছ মিঞা ও বিজন। খেলা শেষে বিজয়ী দলকে অতিথিরা পুরস্কার হাতে তুলে দেন। এ ফুটবল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত ফুটবল ভক্তরা উপস্থিত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available