সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। ৫ জানুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও মনজুর রহমানের পুত্র নাদিম (৩০)। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আফতাব নগর খেরানী পাড়ায়উভয়ের বাসা বলে জানা যায়। এ সময় শামসুদ্দিন নামের অপর ১ জন আহত হয়।
সিংড়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় হাঁসের খামারে যাওয়ার জন্য রওয়ানা হন তিন জন। দ্রুত যাওয়ার সময় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় সেনাবাহিনীর টহলরত গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুবেল নিহত হয়। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরেই নাদিম মৃত্যুবরণ করেন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available