• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০২:৫২:০৪ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০২:৫২:০৪ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাগুরায় শহিদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:১৭:১২

মাগুরায় শহিদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গত জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মাগুরায় ১০টি শহিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ সময় শহিদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতারও ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনায় শহিদ রাব্বির স্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৬ জানুয়ারি সোমবার সকালে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহিদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজখবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দিয়েছেন ‘আমরা বিএনপির পরিবারের’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।

আরও উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগির হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. কুতুব উদ্দিন।

আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আমরা গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহিদ ১০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহিদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। আমরা এখানে এসেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেয়ার জন্য, এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা একাধিক শহিদি পরিবারের পাশে দাঁড়িয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
৭ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১১:৩৭

সাঘাটায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:০৫





সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৩৫