স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলায় বন্ধুমহল এসএসসি ৮৬- এর দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের পরিচালনায় ৩য় বারের মতো মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার ভোলা জেলার মনপুরায় স্থানীয় রাজীব চৌধুরীর ডাক বাংলায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ভোলা জেলার ৮৬ বন্ধুরা সমবেত হয়ে একত্রে লঞ্চ যোগে স্পোর্টস স্থানে সমবেত হন। দুই দিনব্যাপী অনাড়ম্বর এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা খেলাধুলা, খোশগল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতীতের স্মৃতিচারণ ও বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে দিয়ে তাদের পুরোনো স্মৃতির দিনগুলোতে ফিরে গিয়েছিল।
আয়োজনকে সফল করার ক্ষেত্রে স্থানীয় সমাজ সেবক রাজিব চৌধুরি ও মনপুরা থানার ওসি মো. আহসান কবির সার্বিক সহযোগিতার জন্য ভূয়সী প্রশংসা করেছেন ৮৬ বন্ধুরা। যারা কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মনপুরা এসেছে তারা প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
অংশগ্রহণকারীরা বলেন, ১৯৮৬ সনে আমরা যারা তৎকালীন সময়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজ সে সকল বন্ধুদের সাথে মিলনমেলায় উপস্থিত হয়েছি এসএসসি পাশের পর অনেকেই দেশবিদেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। বন্ধু-বন্ধুকে ভুলতে পারে না, বন্ধু বন্ধুর উপকারে আসবেই। এ মিলনমেলা স্মরণীয় হয়ে থাকবে সকলের মাঝে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available