• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ

৩ মে ২০২৩ বিকাল ০৪:৪৬:৩৩

পীরগাছায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রংপুরের কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সেই আহ্বানে সাড়া দিয়ে ২ মে মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলার বালার দিঘী গ্রামের ৩ কৃষকের ৫৬ শতাংশ জমির  ধান কেটে দিয়েছেন পীরগাছা উপজেলা  ছাত্রলীগের সভাপতি  আল নাহিয়ান অভি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শুভ সহ ১৫-২০ জন ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন কান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান মিঠু সহ স্থানীয় স্থানীয়রা।

বালার দিঘী গ্রামের কৃষক মাহাবুবুর বলেন আমার মাত্র ১০ শতক জমির ধান পেকেছে। কিন্তু, এত অল্প ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।

পীরগাছা উপজেলার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে কৃষকদের ধান কেটে দেয়া হচ্ছে। সারাদেশের অসচ্ছল কৃষক, বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা পীরগাছা উপজেলার ৫ কৃষকের ধান কেটে দিয়েছি।

তিনি আরও বলেন, যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দেবো। ২ মে থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছ। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব। পর্যায়ক্রমে পীরগাছার ৯ ইউনিয়নে এই ধান কাটা কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫