মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেয়ালে শেখ হাসিনা আসবে ফিরে এবং জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব দেয়াল লিখন করেছে দাবি বিএনপির।
৫ জানুয়ারি রোববার দিবাগত রাতে কোনো এক সময় অজ্ঞাতরা দেওয়াল এসব লিখনি করে। গাংনী উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মাহিলা বিষয়ক অফিস, সমাজসেবা, খাদ্য, সাব রেজিস্ট্রি এবং নির্বাচন অফিসের দেয়ালে এসব লেখা হয়েছে। লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে লেখা।
অফিসগুলোর প্রবেশ পথ এবং দেয়ালের বিভিন্ন স্থানে সোমবার ৬ জানুয়ারি সকালে লেখাগুলোর নজরে পড়ে স্থানীয়দের। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।
গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। গেল গণতন্ত্র হত্যা দিবসের দিনে পরিকল্পিতভাবে টার্গেট করে তারা কাপ্লনিক স্বপ্ন দেখে দেয়াললিখন করেছে। তারা জানান দিতে চায় আওয়ামী লীগের অস্তিত্ব আছে। আসলে তাদের দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই। তাই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্রিষ্টরা যেন কঠোর ব্যবস্থা নেয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নাহিদ হাসান এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সকালে দেখতে পেয়ে তা মুছে ফেলেছি। তবে সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় কারা এ কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available