• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৯:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৯:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোণায় সংখ্যালঘু হিন্দু পরিবারে উপর হামলায় আহত ৫

৩ মে ২০২৩ বিকাল ০৫:২৪:৩০

নেত্রকোণায় সংখ্যালঘু হিন্দু পরিবারে উপর হামলায় আহত ৫

আমিনুল ইসলাম মনি, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ১ মে সোমবার রাত আটটার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ৩ নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগ করেছেন সংখ্যালঘু পরিবারের সদস্য রীণা রাণী বর্মন। তিনি জানান, কিছুদিন ধরে রাজিবপুর গ্রামে আমাদের সংখ্যালঘু হিন্দু বর্মন পরিবারের বসতভিটা দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় মো. রোকুনুজ্জান ও তার অনুসারীরা। আমাদের বসতভিটাটুকু দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম মানসিক অত্যাচার করে আসছে।  অভিযুক্ত রোকুনুজ্জান একই গ্রামের প্রভাবশালী মো. ব্যক্তি হাবিবুর রহমানের ছেলে।

এর ধারাবাহিকতায় আমাদের টিনের চাল ঢিল মারা হলে ১ মে তাদেরকে ঢিল মারতে নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মো. রুকুনুজ্জানের নেতৃত্বে নাদু, রাব্বি মিয়া এবং অজ্ঞাত ৪/৫ জন আমাদের বাড়িঘরে হামলা চালায়।  এসময় মারপিট করে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়। হুমকি দেয়া হয় এলাকা না ছাড়লে জানে মেরে ফেলার।

এসময় সুভাষ বর্মন(৩৫), সুবেন্দ্র বর্মন (৪০), সুমিত্রা রীণা বর্মন (৫৫), বৃষ্টি রানী বর্মন (১৫)  আহত হয় । আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে সুভাষ বর্মন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ছয়জনকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

চাকুয়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন, আমি রাতেই হামলার খবর পেয়েছি এবং আহতদের চিকিৎসার খবরাখবর নিয়েছি।

খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক আকিকুর ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগপত্রটি পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩