নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করেছে সরকার। ৬ জানুয়ারি সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর পূর্বে গত ৩০ ডিসেম্বর কুষ্টিয়ায় দায়িত্বরত জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। জানুয়ারিতে তা স্থগিত করা হয়েছিল।
এবিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেন, নারায়ণগঞ্জবাসীসহ আপনাদের ভালোবাসার প্রতিফল হিসেবে সরকার পুরস্কৃত করেছেন, আমি অনেক আনন্দিত আপনাদের মাঝে থেকে ফের সার্বিক সহযোগিতাসহ সেবা করার সুযোগ পেয়ে। নারায়ণগঞ্জবাসীর কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই দূরদর্শিতা, দক্ষতা, তীক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে নারায়ণগঞ্জবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি তীক্ষ্ণতার ও অক্লান্ত পরিশ্রমের সাথে জেলা সুসংহত রেখেছে পাশাপাশি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সার্বিক পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি একজন বুদ্ধিমত্তা ও সদাচারী ব্যক্তিত্ব হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার এই দূরদর্শিতার ফলশ্রুতিতে সরকার তাকে পূর্ণ বহাল রেখেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available